ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
রোহিঙ্গা স্বামী-স্ত্রী ও শ্যালিকার রক্তাক্ত মরদেহ
Reporter Name

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে নেশাগ্রস্ত স্বামী। পরে শ্যালিকা ও দুলাভাইয়ের মধ্যে দা ও কাঁচি দিয়ে এলোপাতাড়ি কোপাকুপিতে দুজনেই নিহত হয়।

ক্যাম্প-২ ইস্টের হেড মাঝি ফরিদ আলম জানান, নিহত নুরুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসে স্ত্রী মরিয়মের সঙ্গে কথাকাটাকাটি হয়। ওই সময় মরিয়মের ছোটবোন হালিমা বিষয়টি জানলে সেও তাদের ওখানে এসে ঝগড়ায় লিপ্ত হয়।  একপর্যায়ে স্বামী দা দিয়ে স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই স্ত্রী মারা যান।

পরবর্তীতে শ্যালিকা হালিমা দুলাভাই নুরুল ইসলামের দিকে এগিয়ে গেলে উভয়ে একে অপরকে দা ও কাঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই দুলাভাই নিহত হন এবং শ্যালিকাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে উখিয়া থানার ওসি আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে৷ এ নিয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

x