রানপ্রসবা মাঠে চূড়া ছুঁয়ে ফেলল নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে কিউইদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড লেখা হল সেডন পার্কে। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে তারা দিয়েছে ২১১ রানের বিশাল লক্ষ্য।
হ্যামিল্টনে টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে তুলেছে ২১০ রান। ডেভন কনওয়ে ৫২ বলে ৯২ ও গ্লেন ফিলিপস ১০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।
অভিষিক্ত উইল ইয়ং ফিফটি তুলে (৫৩) মেহেদী হাসানের শিকার হন। ইয়ং ও কনওয়ে তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়ে দলকে এনে দেন বড় পুঁজি।
বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০৪ রান। ২০১৩ সালে মিরপুরে দুইশ পেরিয়েছিল তারা। জবাবে বাংলাদেশ তুলেছিল ১৮৯ রান।
নিজেদের মাটিতে অবশ্য নিউজিল্যান্ডের দুইশ পেরোনো পুঁজি আজই প্রথম। আর কিউইদের দেশে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ১৬৭ রানের। সেই দলের সামনেই এখন ২১১ রানের পাহাড়।
আন্তর্জাতিক অভিষেকে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ দারুণ বোলিং করলেও উল্টো রথে হেঁটেছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।
নতুন বলে শুরুটা করেছিলেন নাসুম। প্রথম ওভারেই নিউজিল্যান্ডের অভিষিক্ত ফিন অ্যালেনকে শূন্য রানে বোল্ড করে এনে দেন ব্রেক থ্রু। ওই ওভারে কিউইরা তুলতে পারে মাত্র ১ রান।
পরে আরেক ওপেনার মার্টিন গাপটিলকেও ফেরান নাসুম। কঠিন কন্ডিশনে শুরুর দুই উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার এ স্পিনারই। ৩ ওভারে দেন মাত্র ২০ রান। ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট তার।
বিপরীত চিত্র শরিফুলের বেলায়। হ্যামিল্টনে টি-টুয়েন্টি অভিষেকে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নিতে পারেননি এ পেসার। ৪ ওভারে দেন ৫০ রান।
১১.৪ ওভারে (৭০ বল) নিউজিল্যান্ড তোলে ১০০ রান। পরের ১১০ রান তারা যোগ করেন মাত্র ৫০ বলে।