ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
চাপ সামলে নিউজিল্যান্ডের ভালো শুরু
Reporter Name

পাওয়ার প্লে’র ৬ ওভারে স্বাগতিকরা তুলেছে ১ উইকেটে ৪৮ রান। অভিষেকে প্রতিপক্ষ দলের অভিষিক্ত ফিন অ্যালেনকে শুন্য রানে বোল্ড করে আলো কাড়েন নাসুম আহমেদ। প্রথম ওভারে কিউইরা তুলতে পারে মাত্র ১ রান।

শুরুর চাপ অবশ্য সামলে নিয়েছে নিউজিল্যান্ড। গাপটিল ৩৩ ও কনওয়ে ১১ রানে অপরাজিত আছেন।

x