ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
ভারতে প্রতিদিনই সর্বোচ্চ করোনা আক্রান্তের নতুন রেকর্ড
Reporter Name

করোনা মহামারীর ধাক্কা দিন দিন ভারতকে আরও বেশি কাবু করে দিচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। হাসপাতালে হাসপাতালে তীব্র অক্সিজেন সংকটে মৃত্যু অসংখ্য মানুষের।

ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ করোনা আক্রান্ত গুনেছে ভারত। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৫০৩ জন, যা একদিনে আক্রান্তের রেকর্ড।

এনিয়ে দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১ কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৩০৯ জন।

আক্রান্তের দিক থেকে ভারত বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র আক্রান্ত ও মৃত্যু দুদিক দিয়েই শীর্ষে।

গতকাল ভারতের বিভিন্ন রাজ্য মিলিয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ২৫৬ জন। এতে করে মোট মৃত্যু দাঁড়াল ১ লাখ ৮৬ হাজার ৯২৮ জন।

বিবিসি বলছে, অক্সিজেন সংকটের কারণে মৃত্যু বাড়ছে। দিল্লির ৬টি হাসপাতাল পুরোপুরি অক্সিজেন শূন্য হয়ে গেছে।

ডাক্তারেরা বলছেন, অন্যান্য হাসপাতালেও সামান্য কিছু অক্সিজেন রয়েছে।অক্সিজেনের জন্য অপেক্ষা করতে করতে বেশির ভাগ লোকের মৃত্যু হয়, যাদের ৯৯ শতাংশই নিবিড় পরিচর্যা কেন্দ্রের।

গত একদিনে সারাবিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৪ হাজার ২৭৩ জন। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৮৮ জন।

এখন পর্যন্ত সারাবিশ্বে মোট শনাক্ত হয়েছে ১৪ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৫৫৩ জন। মৃত্যু হয়েছে মোট ৩০ লাখ ৮৪ হাজার ৯৯৫ জন।

x