ক্যান্ডি টেস্ট শুরুর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দশটি সেঞ্চুরি ছিল মুমিনুল হকের। সবগুলোই দেশের মাটিতে। ৮ বছরের ক্যারিয়ারে বিদেশের মাটিতে ছিল না সেঞ্চুরির কীর্তি। অবশেষে সেই আক্ষেপ মেটালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ১১তম সেঞ্চুরিটি এলো শ্রীলঙ্কার মাটিতে।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে তিন অঙ্কে নাম লেখান মুমিনুল। ২২৪ বলে ৯টি চারের সাহাজ্যে শতক পূর্ণ করে অপরাজিত আছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।
আগের দিন ৬৪ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। ১২৬ রান নিয়ে দিন শুরু করা নাজমুল হোসেন শান্ত দেড়শ পেরিয়ে ব্যাট করছেন। এ তরুণ জাগিয়েছেন ডাবল সেঞ্চুরির আশা।
বাংলাদেশ ছুটছে বড় সংগ্রহের পথে। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে সফরকারীদের সংগ্রহ উইকেট হারিয়ে ৩৭৮ রান। শান্ত ১৫৫ ও মুমিনুল ১০৭ রানে অপরাজিত আছেন।
সেশনটিতে ২৮ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ৭৬ রান। গতকাল টেস্টের প্রথম দিন ২ উইকেট হারিয়ে ৩০২ রান তুলেছিল বাংলাদেশ।