ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
ভারতে ১৮ বছর হলেই টিকা
Reporter Name
vaccine

১৮ বছর বয়স হলেই করোনা টিকা পাওয়া যাবে ভারত। আগামী ১ মে থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি।

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি পুনর্মূল্যায়ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে তিনি বলেন, ভারতের বেশিরভাগ মানুষকে যাতে অল্প সময়ের মধ্যে টিকা দেওয়া যায়, তার জন্য গত এক বছর ধরেই চেষ্টা চালচ্ছে কেন্দ্র। এ ব্যাপারে ইতিমধ্যেই রেকর্ড গতিতে এগিয়েছে দেশ। তিনি এই সময় তৃতীয় পর্যায়ের টিকা কর্মসূচিতে ১৮ বছর বয়সী থেকে শুরু করে তার বেশি বয়সীদের টিকার আওতায় আনার নির্দেশনা দেন। গত ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকা কর্মসূচি শুরু হয়। প্রথম পর্যায়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের টিকা দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে ১ এপ্রিল থেকে টিকা নেওয়ার সুবিধা উন্মুক্ত করা হয় পঁয়তাল্লিশোর্ধ্ব নাগরিকদের জন্য।

কর্তৃপক্ষ বলছে, তৃতীয় পর্যায়ে টিকা নিতে পারবেন ১৮ উত্তীর্ণ হয়েছেন এমন সব নাগরিক। টিকা উৎপাদনকারী সংস্থাগুলিকে ইতোমধ্যে উৎপাদন বৃদ্ধির জন্য অর্থ প্রদান করেছে কেন্দ্র। ভারত এখন করোনার সর্বাধিক সংক্রমণের দেশে পরিণত হয়েছে। প্রতিদিনই দুই লক্ষাধিক করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, মৃত্যুর হারও বাড়ছে। মহামারী মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটি।


নিউজ সোর্সঃ ভারতে ১৮ বছর হলেই টিকা

Leave a Reply

Your email address will not be published.

x