ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
সংক্রমণ ও মৃত্যুবিহীন দিন দেখলো স্পেন
Reporter Name

করোনাভাইরাস বিপর্যস্ত স্পেন কিছুটা ভাইরাসটি প্রতিরোধে সাফল্যের দ্বারপ্রান্তে রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে করোনার সংক্রমণ যেভাবে কমতে শুরু করেছে, তারই প্রমাণ গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন কোন শনাক্ত রোগী এবং মৃত্যু নেই।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মার্চের ২৬ তারিখে স্পেনে মৃত্যুর হার বেশি থাকলেও গত ২৪ দিনে মৃত্যু কমে শূন্যে চলে এসেছে। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আর এর মাধ্যমে বোঝা যাচ্ছে মহামারি করোনা যখন এশিয়া-আমেরিকায় যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনও সুখবর দিল। তবে মৃতের সংখ্যায় ইউরোপে ব্রিটেন আর ইটালির পরপরই স্পেনের অবস্থান।

তবে এমন সুখবর এটাই প্রথম না, বৈশ্বিক মহামারি করোনা প্রকোপ শুরু হওয়ার পর ২০২০ সালের ৩ মার্চ এবং ৪ জুনেও কোন মৃত্যু ছিলনা দেশটিতে।

ওই দিনের পর তৃতীয়বারের মতো মৃত্যুহীন ২৪ ঘণ্টা পার করার খবর স্পেনের জনস্বাস্থ্য, ভোক্তা অধিকার এবং সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়টির পক্ষ থেকে দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমিত হয়ে স্পেনে এখন পর্যন্ত মোট ৭৬ হাজার ৯৮১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৭ হাজার ২৮৩ জন।

সোমবারে প্রকাশিত মৃতের সংখ্যা ছিল অপরিবর্তিত। এছাড়া সপ্তাহ জুড়ে মৃত্যুর সংখ্যাও ছিল কম।

দেশটিতে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩১ লাখ ২৯ হাজার ২৩৪ জন।


নিউজ সোর্সঃ সংক্রমণ ও মৃত্যুবিহীন দিন দেখলো স্পেন

x