ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু আজ
Reporter Name

ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে আজ।

প্রথম দফায় পূর্ব মেদিনীপুরের সাতটি বিধানসভার ভোট রয়েছে। এই সাতটি কেন্দ্রের ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৬০ হাজার ৮২৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯ লক্ষ ৫ হাজার ৭৯৯ জন, মহিলা ভোটার ৮ লক্ষ ৫১ হাজার ৯৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

ভোট কর্মী রয়েছেন ৩ হাজার ৭০ জন। সাত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৩ জন। বুথের সংখ্যা ২৪৩৭টি।

সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রে প্রবেশের আগে সকল ভোটারের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। তাছাড়া ভোটারদের দেওয়া হচ্ছে গ্লাভস, স্যানিটাইজ়ার, মাস্ক।

মোট আট ধাপে বিধানসভার ২৯৪ আসনে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষ হবে ২৯শে এপ্রিল। এই নির্বাচনের ফল প্রকাশিত হবে ২ মে।

৮টি ধাপে নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৮ কোটি মানুষ। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরালা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচন হবে।

ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ হবে। পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় ৩০টি, ৬ এপ্রিল তৃতীয় দফায় ৩১টি, চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসন, ১৭ এপ্রিল পঞ্চম দফায় ৪৫টি, ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ৪৩টি এবং সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৬টি আসনে ভোটগ্রহণ হবে। সবশেষ অষ্টম দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল।

তামিলনাড়ু ও কেরালাতে ৬ এপ্রিল এক দফাতেই ভোট অনুষ্ঠিত হবে। পুদুচেরিতেও সেদিনই ভোট হবে। আসামে ভোট হবে তিন দফায়, ২৭ মার্চ, ১ এপ্রিল এবং ৬ এপ্রিল। নিউজ সোর্সঃ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু আজ

Leave a Reply

Your email address will not be published.

x