ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবরী
Reporter Name

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরী। শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে সমাহিত করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি জানান, যোহরের নামাজের পর কবরী আপার জানাজা শেষে দুপুর প্রায় আড়াইটার দিকে তার দাফন সম্পন্ন হয়। এসময় কিংবদন্তী অভিনেত্রীর পরিবারের সদস্য ও শিল্পী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে দুপুর ১টার দিকে বনানী কবরস্থানের সামনে কিংবদন্তী অভিনেত্রী ও মুক্তিযোদ্ধা সারাহ বেগম কবরীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেয়া হয়।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী। রাতে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়।

হিমঘর থেকে শনিবার সকালে কবরীর মরদেহ মোহাম্মদপুর আল মারকাজুলে নিয়ে যাওয়া হয়।। সেখানে গোসল করানো শেষে তার মরদেহ শেষবারের মতো নিয়ে যাওয়া হয় গুলশান ২ নম্বর এলাকার লেক রোডের বাড়িতে। কিছুক্ষণ রাখার পর কবরীর মরদেহ দুপুর সাড়ে বারোটার দিকে বনানী কবরস্থান এলাকায় নিয়ে যাওয়া হয়।

৫ এপ্রিল করোনা ধরা পড়ার ঠিক ক’দিন আগেই কবরী শেষ করেছেন তার পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং। ডাবিং ও সম্পাদনার কাজ চলছিলো। ছবিতে কবরী নিজেও অভিনয় করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সাবিনা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published.

x