ঢাকা, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
কবরের জায়গা পাচ্ছে না ফ্রান্সের মুসলিমরা, বিকল্প পন্থা গ্রহণের পরামর্শ
Reporter Name

বিশ্বের অষ্টম দেশ হিসেবে ফ্রান্সে করোনাভাইরাসে প্রাণহানি লাখ ছাড়িয়েছে। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৩১৩ জন।ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও সাড়ে ৩৬ হাজার মানুষের দেহে মিলেছে করোনা।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এক টুইট বার্তায় লিখেছেন, অগ্নিপরীক্ষার মুখোমুখি ফ্রান্স। সমস্ত শক্তি দিয়ে লড়তে হবে মহামারির বিরুদ্ধে। গেলো এক মাসে ৯ হাজারের বেশি প্রাণহানি দেখেছেন ফরাসিরা। এখনও আইসিইউ’তে চিকিৎসাধীন ৬ হাজারের মতো মানুষ।

প্যারিস কর্তৃপক্ষ এরইমধ্যে জানিয়েছে, গোরস্থানে মুসলিমদের কবরের জন্য সংরক্ষিত জায়গা শেষ। বিকল্প উপায় বের করতে ইসলামি চিন্তাবিদদের আহ্বান জানিয়েছে প্রশাসন। ফ্রান্সে মোট সংক্রমিত ৫২ লাখের ওপর।

Leave a Reply

Your email address will not be published.