ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১২:০০ অপরাহ্ন
আল আকসায় আজান বন্ধ করল ইসরাইল
Reporter Name
আল আকসার মসজিদের মাইকে আজান বন্ধ করল ইসরায়েল, জর্ডানের নিন্দা

ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদ আল আকসার মিনারের দরজায় তালা লাগিয়ে দিয়েছে ইসরায়েলের পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান।

পবিত্র মাস রমজানের প্রথম দিনেই ইসরায়েল আল আকসার মাইকে আজান দিতে বারণ করে এবং মাইকের তার কেটে দিয়ে যায়। খবর আরব নিউজের।

ইসরায়েলি পুলিশ জানায়, আল আকসায়র মাইকে আজানের কারণে ওয়েস্টার্ন ওয়ালে চলমান ইহুদিদের উপাসনায় বিঘ্ন ঘটছে, তাই মিনার থেকে মাইকে আজান দেওয়া যাবে না।

জর্ডান পরিচালিত জেরুজালেম ওয়াকফ এবং আল আকসাবিষয়ক বিভাগের কর্মকর্তাদের নানাভাবে ইসরায়েলি পুলিশ হয়রানি করছে বলেও পাওয়া গেছে।

জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল-ফায়েজ বলেন, ইসরায়েল আন্তর্জাতিক নিয়ম ভেঙে ঐতিহাসিক স্থাপনায় বর্বরতা চালাচ্ছে। এতে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত ও উসকানি দিচ্ছে।

১৯৬৭ সালে ফিলিস্তিনে দখলদারিত্ব শুরুর পর এই প্রথম আল আকসায় মাইকে আজান দেওয়া বন্ধ করল ইসরায়েল।

ইসলামিক-খ্রিস্টিয়ান কমিটি ফর জেরুজালেমের প্রধান হান্না ইসা আরব নিউজকে বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ ১৯৯৯ সালের রোম কনভেনশনের লঙ্ঘন।

Leave a Reply

Your email address will not be published.

x