সিটিস্ক্যান করার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
বৃহস্পতিবার গুলশানের বাসায় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি জানান: দ্রুত সিটিস্ক্যান করানো হবে। এরপর নির্ভর করবে তাকে হাসপাতালে না বাসায় রেখে চিকিৎসা করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
গত শনিবার খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হলে তিনি সংক্রমিত বলে জানা যায়।