শেখ হাসিনা সরকারের আমলে খেলাধুলায় ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ইউনাইটেড স্পোর্টিং ক্লাব সিলেটের সভাপতি এবং সিলেট জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শমসের জামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়া বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলা শরীর ও মন উভয়কে সুস্থ রাখে।
তিনি বলেন, সুনাগরিক হতে হলে লেখাপড়ার কোনও বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মানুষকে দুরে রাখে। সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। মিথ্যাচার, মাদক, সস্ত্রাস দুরে থাকতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে হবে। দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে ফুটন্ত শাপলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে জালালপুর মাঠে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ৪র্থ আন্তঃজালালপুর ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কোয়াটার ফাইনাল খেলায় চ্যাম্পিয়নশীপ স্পোর্টিং ক্লাব ভাদেশ^রকে ৪-৫ গোলে হারিয়ে শান্তি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য শহীদুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি তপন চন্দ্র পাল, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আব্দুল মালিক মল্লিক, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, টুর্নামেন্ট কমিটির সভাপতি মুক্তার আহমদ, সাধারণ সম্পাদক এম. এ. শহীদ পংকী, আখলাকুল আম্বিয়া বাতিন, সিলেট খেলোয়াড় কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক শিপলু আহমদ, আশরাফ আলী, তফই আহমদ, নেছারুল হক চৌধুরী, আলী আহমদ, মীর মতিউর রহমান, সৈয়দ আলী হোসেন ইমানী, আব্দুল হাফিজ, সাকের আহমদ প্রমুখ। উক্ত খেলায় হাজার হাজার ক্রীড়ামুদী দর্শক খেলা উপভোগ করেন। বিজ্ঞপ্তি