করোনাভাইরাসে মারা গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীত পরিচালক ফরিদ আহমেদ। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১১ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এরআগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন।
গত মাসে সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হন ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গুণী এ সঙ্গীত পরিচালক। গণমাধ্যমসূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে তার পরিবারকে ফোন করে মৃত্যু সংবাদ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। দুই সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার দুটি হাসপাতালে করোনার চিকিৎসাসেবা নিচ্ছিলেন তিনি।
ফরিদ আহমেদের বড় মেয়ে দুরদানা ফরিদ জানান, তার বাবার মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।
ব্যক্তিগত জীবনে তিনি ৩ শতাধিক টিভি নাটক ও ৩ হাজারেরও বেশি ধারাবাহিক নাটকের সঙ্গীতায়োজন করেন।