ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
গণহত্যা দিবসের সিলেট জাসদের শ্রদ্ধা নিবেদন
Reporter Name

আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। একাত্তরের পঁচিশ মার্চ রাতে বাঙ্গালি জাতির উপর বর্বরোচিত হামলা চালিয়ে নারী শিশু নির্বিশেষে জঘন্য গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী।

একাত্তরের পঁচিশ মার্চের গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন গণকবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জেলা জাসদ নেতা মহি উদ্দিন, মহনগর জাসদের অন্যতম নেতা মো. ফারুক আহমদ প্রমুখ।

নিউজ সোর্সঃ গণহত্যা দিবসের সিলেট জাসদের শ্রদ্ধা নিবেদন

x