ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
রাশিয়ার টিকা স্পুটনিক-ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের
Reporter Name

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। দেশটিতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। এই অবস্থায় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক-ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের একটি বিশেষজ্ঞ কমিটি।

আজ সোমবার হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত সরকার।

এর আগে ভারতে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন পেয়েছিল। ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট এ টিকা উৎপাদন করছে। দেশটিতে আগেই অনুমোদন পেয়েছে স্থানীয় প্রতিষ্ঠান ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনার টিকা কোভ্যাক্সিন।

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারত রীতিমতো পর্যদুস্ত। দুইদিন ধরে দেশটিতে দৈনিক দেড় লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। আজও সেখানে এক লাখ ৬৮ হাজার ৯১২ জন নতুন রোগী শনাক্ত হয়। এদিন মোট শনাক্তের তালিকায় ব্রাজিলকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে ভারত। তাদের আগে আছে একমাত্র যুক্তরাষ্ট্র।

এদিকে ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের ‘ডা. রেড্ডিস ল্যাবরেটরিস’ রাশিয়ার স্পুটনিক-ভি বাজারজাত করবে। এই প্রতিষ্ঠান থেকে ভারতে ছোট আকারে স্পুটনিক-ভি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল।

মস্কোর গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট স্পুটনিক-ভি টিকাটি উদ্ভাবন করেছে। প্রাথমিক ট্রায়ালের পর বলা হয়েছিল, এটি কোভিড-১৯ প্রতিরোধে ৯১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কার্যকর। এখন পর্যন্ত ৫০টির বেশি দেশ করোনা প্রতিরোধে রাশিয়ার টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x