ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
নতুন লকডাউনের বিধিনিষেধে আওতামুক্ত থাকবে যা
Reporter Name

করোনা সংক্রমণ মোকাবেলায় ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত জনগণের চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার। তবে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত জনগণের চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার। তবে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

সোমবার (১২ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থল, নদী ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

এছাড়া সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকলেও বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সব ধরনের পরিবহন বন্ধ থাকলও পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

Leave a Reply

Your email address will not be published.

x