ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
বরিশালের ভুল বোঝাবুঝি সমাধানের পথে: স্থানীয় সরকার মন্ত্রী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমাবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‌’দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ সকল শ্রেনি পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। একসঙ্গে কাজ করতে গিয়ে কখনো কখনো ভুল বোঝাবুঝি হয়, আবার সময়ের সঙ্গে সঙ্গে তা নিরসনও হয়। বরিশালে যে অনাঙ্খাকিত ঘটনাটি ঘটেছে তা সমাধানের দিকে যাচ্ছে। সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করছে। আমি আশা করি এটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে।’ তিনি আজ রবিবার মন্ত্রণালয়ে সাংবাদিকের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন এবং প্রশাসনের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা খুব শিগগিরেই সমাধান হবে।

মো. তাজুল ইসলাম বলেন, প্রাপ্ত তথ্যমতে সিটি কর্পোরেশনের লোকজন সেখানে কিছু অপ্রয়োজনীয় পোস্টার, বর্জ্য অপসারন করার জন্য গেলে প্রশাসনের কর্মচারীর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের মেয়র সেখানে সমস্যা মিমাংসা করতে যান।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সেখানে অবশ্যই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, যে কারণে ইউএনও হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আবার রাজনৈতিক নেতারা বলছেন তারা মিমাংসা করার জন্য সেখানে গেছেন। সেখানে আসলে কি হয়েছিলো সেটি এখন সময়ের ব্যবধানে জানা যাবে। আমরা সবাই স্ব স্ব পদে দায়িত্বশীল, সবাই প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল, সে কারণে আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।

সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন হওয়ায় এ বিষয়ে কোন তদন্ত করা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাথমিকভাবে যেহেতু মামলা হয়েছে, পুলিশ তদন্ত করবে। আমাদের পক্ষ থেকে যদি তদন্ত করার দরকার হয়, প্রয়োজনে ঘটনার তদন্ত অবশ্যই করা হবে। এছাড়াও আমি মনে করি সংক্ষুদ্ধ কোন ব্যক্তি প্রতিকার পাওয়ার জন্য মামলা করে থাকেন। মামলা করা হয় সমস্যা সমাধানের জন্য। তদন্ত সাপেক্ষে কেউ যদি দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা তাদের স্বাভাবিক কার্যক্রম চলমান রেখেছে। সেখানে যেন কোনো অনাঙ্খাকিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সিটি কর্পোরেশনকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তারা তা পালন করছে। অন্যদিকে প্রশাসনের কর্মকর্তারাও শান্তিপূর্নভাবে তাদের দায়িত্ব পালন করছে।

18 responses to “বরিশালের ভুল বোঝাবুঝি সমাধানের পথে: স্থানীয় সরকার মন্ত্রী”

  1. Bjhbbi says:

    buy lasuna cheap – diarex pills himcolin tablet

  2. Nilvwu says:

    buy besifloxacin cheap – besivance uk cheap sildamax pills

  3. Gkxsqx says:

    buy neurontin pills for sale – cheap ibuprofen azulfidine 500mg ca

  4. Tgazqq says:

    probenecid 500mg without prescription – benemid 500mg for sale tegretol uk

  5. Buvejl says:

    order celecoxib 100mg generic – order flavoxate generic indocin 50mg cost

  6. Gsyxyz says:

    purchase colospa generic – order mebeverine without prescription pletal 100 mg without prescription

  7. Rxiepg says:

    where can i buy cambia – purchase voltaren generic order aspirin for sale

  8. Wdmidr says:

    purchase rumalaya generic – order endep online cheap endep 10mg generic

  9. Vayniy says:

    order generic pyridostigmine 60 mg – sumatriptan 50mg brand order imuran 25mg generic

  10. Ecjewa says:

    buy ozobax medication – lioresal pills oral piroxicam 20 mg

  11. Fsubgd says:

    order diclofenac generic – voveran over the counter buy generic nimotop for sale

  12. Wtghjo says:

    periactin 4mg usa – buy generic tizanidine for sale buy tizanidine 2mg online cheap

  13. Rrjsbc says:

    order meloxicam 7.5mg for sale – buy generic ketorolac online where can i buy ketorolac

  14. Lyklpd says:

    order trihexyphenidyl for sale – purchase cheap diclofenac gel order voltaren gel online

  15. Dqmlkk says:

    accutane drug – deltasone 10mg ca deltasone 5mg pills

  16. Ownyop says:

    deltasone 20mg canada – deltasone 20mg without prescription permethrin generic

  17. Luivtz says:

    acticin online buy – buy generic permethrin over the counter cost tretinoin cream

Leave a Reply

Your email address will not be published.