ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে,নিহত ৩ আহত ৪
মাহতাব উদ্দিন

জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে,নিহত ৩ আহত ৪

সিলেট থেকে জকিগঞ্জগামী একটি নোহা গাড়ীর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ৩ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান  ।

১৮আগস্ট (বুধবার) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।

জকিগঞ্জ থানার ওসি আবুল কাশেম বলেন, সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে বুধবার সন্ধ্যা ৭ টার দিকে একটি নোহা গাড়ী নিজগ্রামের কাছে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও ২ জন বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

নিহতরা হলেন উপজেলার সুলতানপুর ইউনিয়নের গনিপুর গ্রামের আব্দুল মতিন মতু মিয়ার ছেলে মাহেল চৌধুরী(৩৫), বারঠাকুরি ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে জুনেদ আহমদ(৩২)। নিহত অপরজনের নাম শিপন বিশ্বাস। আহতদের চিকিৎসার জন্য সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি সুমন আহমদ চৌধুরী জানান, দুর্ঘটনায় পতিত গাড়িটি অন্য কোন গাড়ির সাথে ধাক্কা লাগেনি। নিয়ন্ত্রণ হারিয়েই সড়কের পাশে পানিতে পড়ে যায়। ঘটনার পরই স্থানীয়দের প্রচেষ্টায় আমরা দুজনের লাশ উদ্ধার করেছি।

x