ঢাকা, শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
করোনার টিকা নিলেন হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী করোনার টিকা নিয়েছেন। আজ রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে সশরীরে উপস্থিত হয়ে গাড়িতে বসে তিনি করোনার টিকা গ্রহণ (প্রথম ডোজ) করেন।

টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন। এর আগে তিনি মাদরাসা থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিলেন মাদরাসার কয়েকজন ছাত্র।

টিকা গ্রহনের পর তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আলেম সমাজের মাঝে করোনা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে অমূলক ভীতি ও দ্বিধা বিদ্যমান রয়েছে। কিন্তু এটি একটি সংক্রামক ভাইরাস। বিষয়টি নিয়ে ভীত হওয়া যাবে না। এই মহামারি থেকে রক্ষায় এবং সবার ভীতি দূর করতেই হেফাজতের আমির ভ্যাকসিন গ্রহণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘মহামারির এই কঠিন সঙ্কটময় পরিস্থিতি থেকে রক্ষা পেতে যার যার অবস্থান থেকে সকলপ্রকার গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিহারপূর্বক তাওবা করে মহান আল্লাহর সাহায্য কামনা করেন। আল্লাহ তাআলার কাছে বিপদের এই সময় দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।’

Leave a Reply

Your email address will not be published.