ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
চুক্তি হয়নি, বার্সেলোনায় আর থাকছেন না মেসি!
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

এক মাস দীর্ঘ ছুটি শেষে লিওনেল মেসি বার্সেলোনায় ফিরেছেন, বৃহস্পতিবারই কাতালানদের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন। দিনের শুরুতে স্প্যানিশ দৈনিকে এমন খবরে উচ্ছ্বসিত দেখা গেছে বার্সা সমর্থকদের। কিন্তু দিনের শেষ দিকে নাটকীয় মোড় নিল।

এবার স্প্যানিশ সংবাদ মাধ্যম যা শোনাচ্ছে তাতে বার্সা সমর্থকদের কপাল চাপড়ানোর অবস্থা।

নতুন খবর, ক্লাবের অর্থনৈতিক দৈন্যদশায় বার্সার সঙ্গে নতুন চুক্তি হচ্ছে না মেসির!

স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা এ নিয়ে আজ রাতেই প্রতিবেদন প্রকাশ করার পর একই তথ্য দিয়ে আরেকটি খবর প্রকাশ করেছে ইএসপিএন এস্পানা। এরপর রেডিও কাতালুনিয়ারও জানিয়েছে সেই দুঃসংবাদ।

মার্কা বলছে, ‘মেসির নতুন চুক্তির পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন মেসির বার্সেলোনায় থাকাটা প্রায় অসম্ভব। যুক্তরাজ্যভিত্তিক একটি বিনিয়োগ প্রতিষ্ঠান সিভিসি ক্যাপিট্যাল পার্টনারসকে (সিভিসি) নিয়ে লা লিগা যে প্রস্তাব দিয়েছে বার্সেলোনাকে, তা বার্সেলোনার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এর কারণে ভবিষ্যতে সুপার লিগের মাঠে গড়ানোর সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে।’

এর আগে দিনের খবর ছিল, স্প্যানিশ লা লিগার সঙ্গে ২৭০ কোটি ইউরোর (বাংলাদেশি মূদ্রায় ২৭১০ কোটি টাকার বেশি) একটা চুক্তি করেছে সিভিসি। এই চুক্তি অনুযায়ী লা লিগা কর্তৃপক্ষ একটা নতুন কোম্পানি তৈরি করবে, যেটির দায়িত্ব হবে স্পনসরশিপ চুক্তিসহ লিগের বাণিজ্যিক দিকগুলো দেখা।

আর এই খবরে আশায় বুক বেঁধেছিলে বার্সেলোনা। কারণ ২৭০ কোটি ইউরোর ৯০ শতাংশই ক্লাবগুলোর মধ্যে বণ্টন করে দেবে লা লিগ্ কর্তৃপক্ষ।

অর্থাৎ ২৭ কোটি ইউরো পাবে বার্সেলোনা। আর এই বিপুল পরিমান অর্থ পেলেই লিওনেল মেসির চুক্তি নবায়নের ঝামেলা অনেকটা মিটে যাবে বার্সার

7 responses to “চুক্তি হয়নি, বার্সেলোনায় আর থাকছেন না মেসি!”

  1. Qznoie says:

    buy lasuna generic – lasuna generic buy himcolin sale

  2. Tpevja says:

    purchase besifloxacin for sale – buy besivance eye drops buy sildamax generic

  3. Wbfpva says:

    order neurontin 100mg pills – sulfasalazine 500 mg price purchase azulfidine without prescription

  4. Zkpkpy says:

    buy probalan online – order etodolac 600 mg pills tegretol 200mg cheap

  5. Jpopll says:

    order celebrex online cheap – buy indomethacin 75mg generic order indomethacin 50mg

  6. Pyejxi says:

    oral voltaren 50mg – buy generic aspirin aspirin 75mg for sale

  7. Jchkzv says:

    rumalaya without prescription – purchase shallaki order generic elavil

Leave a Reply

Your email address will not be published.

x