ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ
Reporter Name

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন স্বাস্থ্য বিভাগের অধীন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

সিডিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছ, ভ্রমণকারীদের বাংলাদেশে ভ্রমণ এড়ানো উচিত হবে। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতিতে কোনো ভ্রমণকারী টিকার নির্ধারিত ডোজগুলো নিলেও হয়তো কোভিড-১৯-এর বিভিন্ন ভ্যারিয়ান্টে আক্রান্ত হওয়ার এবং সংক্রমিত করার ঝুঁকিতে থাকবে।

যদি বাংলাদেশে ভ্রমণ করতেই হয়, তাহলে ভ্রমণের আগে টিকার পূর্ণাঙ্গ ডোজ নিতে হবে।

এ ছাড়া সিডিসি বাংলাদেশে ভ্রমণকারীদের মাস্ক পরার পরামর্শসহ ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এবং বার বার জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার নিয়ম পালনের কথাও জানিয়েছে সিডিসি।

Leave a Reply

Your email address will not be published.

x