ঢাকা, শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
পশ্চিমতীর ও গাজা উপত্যকায় টিকা সরবরাহ করেনি ইসরাইল
Reporter Name
পশ্চিমতীর ও গাজা উপত্যকায় বাস করা ৫০ লাখ ফিলিস্তিনিকে করোনার টিকা সরবরাহ করেনি ইসরাইল। যা বাধ্যবাধকতার চরম লঙ্ঘন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টি জানায় ‘আন্তর্জাতিক আইন অনুসারে দখলদার শক্তি হিসেবে নিজের বাধ্যবাধকতা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে ইসরাইল।’

গত ডিসেম্বরে টিকাদান কর্মসূচি শুরু করে ইসরাইল। এখন পর্যন্ত দেশটির ৬০ শতাংশ নাগরিককে টিকা দেওয়া হয়েছে। এতে নাগরিকদের টিকা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বস্থানে চলে এসেছে ইহুদিবাদী দেশটি। সেই তুলনায় ফিলিস্তিনিদের টিকা দেওয়ার উদ্যোগ ঢের পিছিয়ে আছে।
ডক্টরস উইদাউট বর্ডার্সের প্রতিবেদন অনুসারে, পশ্চিমতীর, গাজা ও পূর্ব জেরুজালেমে দুই লাখ ৮২ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুই হাজার ৯৭০ জনের মৃত্যু হয়েছে।
x