ভারত থেকে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের চালান নিয়ে আরও একটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন দেশে এসেছে।গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল স্হল বন্দরের রেলওয়ে স্টেশন এ পৌঁছালো।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে।
গত ২৪ এপ্রিল ভারতের বিভিন্ন রাজ্যের ৪৮০টি এলাকায় তরল অক্সিজেন সরবরাহের জন্য রেলওয়ে‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে।