ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
এ বছরের মধ্যে বাংলাদেশ ৫-জি প্রযুক্তি চালু করার চেষ্টা: জয়
Reporter Name

এ বছরের মধ্যে বাংলাদেশ ৫-জি মোবাইল ফোন প্রযুক্তি চালু করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (৬) ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশের অবকাঠামো অনেক প্রতিবেশী দেশের থেকে ভালো। আমরা ৫-জি চালু করার দিকে নজর দিচ্ছি। চেষ্টা করবো, এ বছরই ৫-জি চালু করার।’

বাংলাদেশে প্রতি বছর ৬০ হাজার টেকনিক্যাল গ্র্যাজুয়েট বের হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা উদ্যোক্তা তৈরি করার দিকে নজর দিচ্ছি। বাংলাদেশে স্টার্ট-আপ তৈরির দিকেও নজর দিচ্ছি।’

দেশে দ্রুত আইটি উদ্যোক্তা বাড়ছে এবং বাংলাদেশের কিছু স্টার্ট-আপ কোম্পানি, যেমন: পাঠাও বা বিকাশ সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আট থেকে ১০ বছর আগেও কেউ চিন্তা করেনি যে, আমাদের স্টার্ট-আপ কোম্পানিগুলোর মূল্য ১০০ কোটি ডলার হবে। তবে এটি কেবল শুরু। উইচ্যাট বা আলিবাবার মতো কোম্পানি বাংলাদেশে তৈরি হবে এবং এখানে বিনিয়োগ করার মতো যথেষ্ট সুযোগ আছে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির।’

নিম্ন ও মধ্যম আয়ের মানুষ যে ইলেকট্রনিকস পণ্য ব্যবহার করে তার প্রায় সবগুলো বাংলাদেশে তৈরি হয় বলে তিনি জানান।

জয় বলেন, ‘বাংলাদেশে ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহক আছে এবং এর ৯০ শতাংশ সেট দেশে তৈরি; এর মধ্যে স্মার্ট ফোন আছে। শুধু তাই নয়, স্যামসাংয়ে ফ্ল্যাগশিপ পণ্য নোট গ্যালাক্সি১০ বাংলাদেশে তৈরি হচ্ছে। নিউজ সোর্স

Leave a Reply

Your email address will not be published.

x