ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
ঈদগাঁওতে কোভিড-১৯ স্যাম্পল কালেকশন কার্যক্রম এগিয়ে যাচ্ছে
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে কোভিড-১৯ স্যাম্পল কালে কশন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
জানা যায়, ঈদগাঁও থানার পাঁচটি ইউনিয়নের লোকজনের কোভিড সন্দেহ হলে স্যাম্পল খুব সহজে দিতে পারবে এবার। এতে স্বল্প সময়ে স্যাম্পল দিতে পারায় অনেকে খুশিতে উৎফুল্ল।
ইসলামপুর,ইসলামাবাদ,পোকখালী,জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের মানুষদের করোনা সন্দেহ হলে অস্থায়ী ভিত্তিতে স্বাস্থ্য সহকারী (সদর) এম এনামুল হক এনামের সাথে যোগাযোগ করে খুব সহজে স্যাম্পল দেয়া যাবে। মুঠোফোন (এনাম) ০১৮১৯-৯৫০২১০।
যোগাযোগ সহজতর ও সু-সম্পর্ক বজায় রাখার স্বার্থে নবগঠিত ম্যাসেনজার গ্রুপ ঈদগাঁও ঐক্য পরিবারের পক্ষ থেকে জীবন বাঁচাতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথ স্থাপনে জোর দাবী জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
২৪ জুলাই স্বাস্থ্য সহকারী এনামের সাথে কথা হলে তিনি জানান, বিগত এক সপ্তাহে করোনা আক্রান্ত তিন জন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়। বিগত দুই সপ্তাহে বৃহত্তর ঈদগাঁওতে ৫২ জন করোনায় শনাক্ত হন।
তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য সহকারী প প কর্মকতা ডা: আলী এহসানের ঐকান্তিক আগ্র হের ফলে স্যাম্পল কালেকশন অব্যাহত রয়েছে।
তিনি সবাইকে ভালভাবে হাত ধৌত এবং মুখে মাস্ক পরিধান করার প্রতিও অনুরোধ জানান।

One response to “ঈদগাঁওতে কোভিড-১৯ স্যাম্পল কালেকশন কার্যক্রম এগিয়ে যাচ্ছে”

  1. … [Trackback]

    […] Read More here on that Topic: doinikdak.com/news/39844 […]

Leave a Reply

Your email address will not be published.

x