ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
তামিম,সুহানের ব্যাটে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

তামিম,সুহানের ব্যাটে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে পরাজিত করে ৩-০ তে সিরিজ জিতে নিলো তামিম ইকবালের বাংলাদেশ

সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের দেওয়া বড় টার্গেট তাড়ায় বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তামিম ইকবাল এবং লিটন দাস। তাদের সাবলীল ব্যাটিংয়ে ৪৮ বলেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে টাইগারদের ইনিংস। ৫৯ বলে পঞ্চাশ পূরণ করেন তামিম ইকবাল। একপর্যায়ে মনে হচ্ছিল ওপেনিং জুটি তিন অংক ছুঁয়ে ফেলবে। তবে দলীয় ৮৮ রানে মাধভেরের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন লিটন দাস (৩২)। উইকেটে আসেন সাকিব। লিটনের আউটেও রানের গতি কমেনি। এই জুটির অবসান হয় ৫৯ রানে। লুক জঙ্গুইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন সাকিব (৩০)।

তামিম ইকবাল খেলছিলেন দারুণ। রীতিমতো ব্যাট চালিয়ে। ৩০তম ওভারের প্রথম বলে টেন্ডাই চাতারাকে বাউন্ডারি মেরে তিনি পৌঁছে যান কাঙ্ক্ষিত ম্যাজিক ফিগারে। ক্যারিয়ারের ১৪ নম্বর সেঞ্চুরি করতে তামিম সময় নেন মাত্র ৮৭ বল। হাঁকান ৭টি চার এবং ৩টি ছক্কা। মিঠুনের সঙ্গে জুটি যখন জমে উঠেছে; তখনই ছন্দপতন। ডোনাল্ড ত্রিপানোর করা ৩৫তম ওভারের পরপর দুই বলে ফিরে যান সেঞ্চুরিয়ান তামিম ইকবাল এবং বিপদের ত্রাতা মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলটিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ৯৭ বলে ৮ চার ৩ ছক্কায় ১১২ রান করা তামিম ইকবাল। পরের বলেই সেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েই ‘গোল্ডেন ডাক’ মারেন মাহমুদউল্লাহ।এর পর নুরুল হাসান সুহান মিথুন কে জুটি গড়ে বাংলাদেশ কে নিয়ে যান জয়ের প্রান্তে,জয় থেকে ৩০ রান দূরে থাকা অবস্থায় লং অফে ছক্কা মারতে গিয়ে ৩০ রানে আউট হন মিথুন, এর পর আফিফ কে নিয়ে দলের জয় নিসচিত করেন অনেক দিন পরে দলে সুযোগ পাওয়া সুহান, তিনি শেষ পর্যন্ত ৩৯ বলে ৪৫রানে অপরাজিত থাকেন,আফিফ অপরাজিত থাকেন ১৭ বলে ২৬ রানে, বাংলাদেশ জয়লাভ করলো ৫ উইকেটে।

স্পোর্টস গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ২৯৮ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে। ৩৬ রানে তারা প্রথম উইকেট হারায়। মারুমিকে (৮) বোল্ড করে দেন সাকিব আল হাসান। অধিনায়ক ব্রেন্ডন টেইলর আজও বড় রান করতে পারেননি। ২৮ রান করে মাহমুদউল্লাহর বলে তামিম ইকবালের তালুবন্দি হন। ডিওন মেয়ার্সকেও (৩৪) প্যাভিলিয়নে ফেরত পাঠান মাহমুদউল্লাহ। আরেক ওপেনার চাকাভা একপ্রান্ত আগলে ছিলেন। ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে জিম্বাবুয়ে।

তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন চাকাভা এবং মেয়ার্স। মেয়ার্স আউট হওয়ার পর ছোট্ট একটা ধস। ৯১ বলে ৮৪ রান করা চাকাভাকে বোল্ড করে থামান তাসকিন। এরপর ৬ষ্ঠ উইকেটে ১১২ রানের দুর্দান্ত জুটি উপহার দেন সিকান্দার রাজা এবং রায়ান বার্ল। রাজা ৫৪ বলে ৫৭ আর বার্ল ৪৩ বলে ৪টি করে চার-ছক্কায় ৫৯ রানে আউট হন। শেষ তিন ওভারে দ্রুত উইকেট হারতে থাকে জিম্বাবুয়ে। বেদম মার খেয়ে ৮ ওভারে ৮৭ রান দেওয়া সাইফউদ্দিন শেষের দিকে নেন ৩ উইকেট। চোট কাটিয়ে ফেরা মুস্তাফিজ ৯.৩ ওভারে ৫৭ রানে নেন ৩ উইকেট। মাহমুদউল্লাহ নেন ২টি। ৪৯.৩ ওভারে ২৯৮ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে।

11 responses to “তামিম,সুহানের ব্যাটে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ”

  1. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/38554 […]

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/38554 […]

  3. … [Trackback]

    […] Here you will find 36863 more Info on that Topic: doinikdak.com/news/38554 […]

  4. Bqunpm says:

    buy lasuna sale – purchase diarex for sale where can i buy himcolin

  5. Aetgik says:

    buy besifloxacin online – besifloxacin canada buy sildamax pill

  6. Mwwolb says:

    probenecid price – cheap monograph 600 mg buy tegretol paypal

  7. Bfdwcj says:

    buy mebeverine medication – colospa 135 mg usa order pletal 100 mg generic

  8. Ukoemw says:

    buy celebrex tablets – buy urispas no prescription order indomethacin 50mg online cheap

  9. Vlpggy says:

    voltaren price – order aspirin without prescription how to get aspirin without a prescription

  10. Gedegq says:

    rumalaya tablets – buy elavil 10mg online buy elavil generic

  11. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/38554 […]

Leave a Reply

Your email address will not be published.

x