ঢাকা, রবিবার ০৫ মে ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রী সহযোগিতা চান ডি-৮ দেশগুলোর
Reporter Name

রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজের দেশে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারকে চাপ সৃষ্টি করতে ডি-৮ দেশগুলোর কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও তিনি বলেছেন: মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে ডি-৮ এর দেশগুলোকে বিভিন্ন খাতে আরও গভীর পারস্পারিক সম্পর্ক, যোগাযোগ বাড়াতে হবে

বৃহস্পতিবার উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর চার দিনব্যাপী দশম শীর্ষ সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলন আয়োজক বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল প্ল্যাটফরমে এবারের সম্মেলন চলছে।

প্রধানমন্ত্রী বলেন: করোনার আগে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ৮ শতাংশ ছিল। তবে করোনার কারণে বর্তমানে দেশের প্রবৃদ্ধি ৫.৪ শতাংশ, যা অন্য যেকোন দেশের তুলনায় বেশি।

তিনি আরও বলেন: দেশের অর্থনীতি, নারী শিক্ষা এবং তরুণ শক্তিকে কাজে লাগানোর জন্য সরকার তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন দিকে সফলতার সঙ্গে কাজ করছে। বাংলাদেশের নারীরা রাজনীতি থেকে শুরু করে সব পেশায় সমান দক্ষতার সঙ্গে কাজ করছে।

এবারের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করার পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ছাড়া জোটের অন্য দেশগুলো হলো: মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

Leave a Reply

Your email address will not be published.

x