বাংলাদেশ ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচিতে পরিবর্তন এসেছে। ভেন্যু ঠিক থাকলেও বদলে গেছে তিন ম্যাচের তারিখ। আজ সোমবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে জিম্বাবুয়ে ক্রিকেট। আগের সূচি অনুযায়ী ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ২৩ জুলাই। পরবর্তী ম্যাচ দু’টি হওয়ার কথা যথাক্রমে ২৫ ও ২৭ জুলাই। তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২২, ২৩ ও ২৫ জুলাই।
সিরিজ এগিয়ে আনার অনুরোধে সম্মতি দিয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে- দুই বোর্ডই। হারারে স্পোর্টস ক্লাবে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। এদিকে মঙ্গলবার (২০ জুলাই) হারারেতে শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে সফরকারীরা।
টি-টোয়েন্টি সিরিজের নতুন সূচি
প্রথম টি-টোয়েন্টি ২২ জুলাই, বিকেল ৪.৩০
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৩ জুলাই, বিকেল ৪.৩০
তৃতীয় টি-টোয়েন্টি ২৫ জুলাই, বিকেল ৪.৩০