ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে ট্রাক-ইজিবাইক সরাসরি সংঘর্ষে ৩ জন নিহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই মারা যান দুজন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আরো একজন। এ ছাড়া একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের সালান্দর বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সালান্দর কচুবাড়ি এলাকার বীরেন মেম্বারের ছেলে চঞ্চল (৩৫), সিংপাড়া এলাকার মৃত মাতব্বর রহমানের ছেলে মুজিবুর রহমান (৫৫) ও কচুবাড়ি এলাকার শুরু আলীর ছেলে মস্তু (৪৫)।

সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করেছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান,  ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি ট্রাক পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ঠাকুরগাঁও সালান্দর বোর্ড অফিস বাজার সংলগ্ন এলাকায় ট্রাকটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে। মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি

x