বোমা তৈরির সময় রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক ২
কক্সবাজারের টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প থেকে ককটেল তৈরির সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে টেকনাফের শামলাপুর রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকু, লাল স্কচটেপ, কাঁচি, রেক্সিন ও ৯টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- উখিয়া বালুখালী ক্যাম্প-১৮ এর মৃত নুর হোসেনের ছেলে মো. শাহীন (২২) ও নুর হোসেনের ছেলে মো. সাহেদ (১৮)।
রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ শামলাপুর এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্সের নেতৃত্বে ক্যাম্প-২৩ (শামলাপুর) এ/৪ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।