ঢাকা, শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপালে অক্সিজেন সিলিন্ডার প্রদান
এম. মুসলিম চৌধুরী শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজার ২৫০ সয্যা হাসপালে অক্সিজেন  সিলিন্ডার প্রদান
মৌলভীবাজার করোনা মহামারি ও স্বাসকষ্ট রোগীদের কথা ভেবে ২৫০ সয্যা হাসপাতালে ২০টি অক্সিজেন  সিলিন্ডার প্রদান করেছে মৌলভীবাজার জেলা সমিতি এবং জালালাবাদ এসোসিয়েশন ঢাকা।

মঙ্গলবার (১৩ জুলাই ) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে জেলার সিভিল সার্জন মাধ্যমে মৌলভীবাজার- ২৫০ সয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমি কে হস্তান্তর করেন জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ।

অক্সিজেন  সিলিন্ডার হস্তান্তর অনুষ্টানে মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা সমিতির আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ডা. মো. আব্দুল আহাদ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন

x