ঢাকা, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
রাবি নতুন উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান উল ইসলাম
ভাস্কর সরকার (রাবি):

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ- উপাচার্য  হিসেবে নিয়োগ পেয়েছেন

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজের আহব্বায়ক প্রফেসর ড.সুলতান উল ইসলাম। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কৃতিসন্তান৷ আজ মঙ্গলবার ১৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নূরে আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের আদেশক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ (সংশোধিত আইন ১৯৯৯) এর ১৩ (১) দ্বারা অনুযায়ী রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি ড. প্রফেসর সুলতান উল ইসলাম চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধান ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্বপালন করবেন।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর আগেই এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

এরপূর্বে,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম একাডেমিক ও প্রশাসনিক দুভাগে ভাগ করে

অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক জাকারিয়া উপ-উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন।

One response to “রাবি নতুন উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান উল ইসলাম”

  1. … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/35742 […]

Leave a Reply

Your email address will not be published.

x