ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
‘ভাত দে ভাত দে, দোকান পাট খুলে দে, লকডাউন তুলে লে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহীতে ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে থালা হাতে আন্দোলন করেছে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা। ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে তারা মার্কেটের সামনে থালা হাতে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা থালা হাতে করে ‘ভাত দে ভাত দে, দোকান পাট খুলে দে, লকডাউন তুলে লে’ স্লোগান দেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর আরডিএ মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ব্যবসায়ী ও কর্মচারীরা। রাজশাহী ব্যবসায়ী ও কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে, এই আন্দোলন কর্মসূচিতে সাহেব বাজার কাপড়পট্টির ব্যবসায়ীরাও অংশ নেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, স্বাস্থ্যবিধি মেনে তারা ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রাখতে চান। তারা বলেন, যদি হাজার হাজার শ্রমিক নিয়ে বড় বড় কল-কারখানাগুলো সীমিত আকারে চলতে পারে, তবে তারা কেনো ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন না? তারা স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রেখে আগের মতো ব্যবসা করতে চান।

বিক্ষোভে অংশ নেন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ সভপাতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সজল ইসলাম, বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, আরডিএ মার্কেট কোকারিজ মালিক সমিতির সভাপতি হাজী তাপসসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published.

x