ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
 রাশিয়ার নিখোঁজ বিমান ২৮ জন যাত্রী নিয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
ছবি প্রতিকি

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাতকা উপদ্বীপে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় মঙ্গলবার ২৮ জন যাত্রী নিয়ে একটি বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে, আরআইএ বার্তা সংস্থা মঙ্গলবার জানিয়েছে।

রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রক জানিয়েছে, বিমানটি আঞ্চলিক রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে উত্তর কামচাটকার একটি গ্রাম পালানা যাচ্ছিল, রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রক জানিয়েছে।

বেশ কয়েকটি জাহাজ দুর্ঘটনাস্থলে যাওয়ার পথে জরুরি বিভাগকে উদ্ধৃত করে বলে জানিয়েছে আরআইএ।

বিমানটিতে ২২ জন যাত্রী এবং ছয় জন ক্রু ছিলেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। টিএএসএস এজেন্সি স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, যাত্রীদের মধ্যে গ্রামের মেয়র ওলগা মখিরিভাও ছিলেন।

স্থানীয় আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, ওই সময় আবহাওয়া মেঘলা ছিল।

টাসের মতে, বিমানটি ১৯৮২ সালে নির্মিত হয়েছিল।

 

x