ঢাকা, রবিবার ০৫ মে ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
দেশে ২৪ ঘন্টায় ১১ জেলায় করোনায় মৃত্যু ৮০ উপরে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশের  করোনাভাইরাস ক্রমশ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা। গত  ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা ও সাতক্ষীরা জেলা। এদিকে রোগীর চাপে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা

খুলনা
গত ২৪ ঘন্টায় খুলনার চারটি হাসপাতালে মারা গেছেন ১৭ জন। এদের মধ্যে করণা ১৩০ শয্যা হাসপাতালে আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। সদর হাসপাতালে ৫ জন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন মারা গেছেন। এদের মধ্যে খুলনা জেলার দশজন এবং বাগেরহাট জেলার ৪ জন রয়েছে। গত ২৪ ঘন্টায় ৭৯৫ জন এর নমুনা পরীক্ষায় ৩৪৯ জন এর নতুন করে শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ শতাংশ।

কুষ্টিয়া
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ১২ জনের মৃত্যু। এদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে আর ২ জন উপর্সগ নিয়ে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম 
গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৯০টি নমুনা পরীক্ষায় ৬৬২ জন আক্রান্ত হয়েছে।

সাতক্ষীরা
করোনা ও করোনা উপসর্গ নিয়ে  ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৬ জনের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ
গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের।

বরিশাল
২৪ ঘণ্টায় শেরেবাংলা মেডিকেল কলেজে আরটি-পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ৭৩ দশমিক ৯৩।

পঞ্চগড়
পঞ্চগড় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫২ জন। ১০৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৫২ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পঞ্চগড় জেলায় এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৭৯ জন ।

নোয়াখালী
কবিরহাট ও চাটখিল উপজেলায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৭জন। গত ২৪ঘন্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৩৮টি নমুনা পরীক্ষা করে ১৩৪জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

টাঙ্গাইল 
২৪ ঘন্টায় টাঙ্গাইলে করোনায় ৫ ও উপসর্গ নিয়ে ২ জন সহ মোট ৭ জনের মৃত্যু।

ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৭জনের মৃত্যু হয়েছে।

2 responses to “দেশে ২৪ ঘন্টায় ১১ জেলায় করোনায় মৃত্যু ৮০ উপরে”

  1. … [Trackback]

    […] Read More here on that Topic: doinikdak.com/news/33031 […]

  2. … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/33031 […]

Leave a Reply

Your email address will not be published.

x