ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ডরাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৪ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার (৫ জুলাই) সকাল পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারদের কাছ থেকে ১৭ হাজার ৭৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ গ্রাম ২১ পুরিয়া হেরোইন, এক কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩১ বোতল ফেনসিডিল ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে বলে জানান তিনি।

x