ঢাকা, সোমবার ০৬ মে ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
গাড়ি বেড়েছে রাজধানীর সড়কে, চেকপোস্টে জট
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন চলছে। রোববার সকাল থেকেই ঢাকার সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। আইশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়েছে। চেকপোস্টে চেকপোস্টে গাড়ি দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন পুলিশ সদস্যরা।

এ কারণে চেকপোস্টগুলোতে জট লেগে গেছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামীদের।

রোববার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে খোঁজ নিয়ে এ চিত্র দেখা গেছে।

গত তিনদিনের চেয়ে আজ গাড়ির চাপ বাড়ায় ২০০ মিটার থেকে শুরু করে কোনো কোনো চেকপোস্টে গাড়ির এক কিলোমিটার দীর্ঘ সারিও দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড় দিচ্ছেন না।

যৌক্তিক কারণ দেখাতে না পারা ব্যক্তিগত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কাউকে কাউকে আটকও করা হচ্ছে।

রোববার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উত্তরা, ফার্মগেট, শাহবাগ, বাড্ডার সড়কে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত গাড়ি বেশি বের হওয়ায় চেকপোস্টে জট লেগে আছে।

পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী বলছে, লকডাউনে কিছুতেই সড়কে গাড়ি থাকবে না। তবে অফিসের স্টিকার লাগানো গাড়ি, জরুরি শিশুখাদ্য ও ওষুধ সরবরাহের গাড়ি চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।

এদিকে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটকে পুলিশ আজও তৎপর রয়েছে। গতকাল ঢাকায় ৬২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

2 responses to “গাড়ি বেড়েছে রাজধানীর সড়কে, চেকপোস্টে জট”

  1. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/32215 […]

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/32215 […]

Leave a Reply

Your email address will not be published.

x