গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে চারজন।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক নবাব আলী (৪৫)। তিনি বগুড়ার শেরপুরের আশগ্রাম এলাকার ইসমাইল হোসেনের ছেলে। আরেকজন পোশাক শ্রমিক জয়নাল আবেদিন (৪৫)।
পুলিশ সূত্র জানায়, দুটি ট্রাক পাল্লাপাল্লি করে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। মৌচাক এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবোঝাই ইজি বাইক ও কয়েকটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুজন নিহত হন। এ ঘটনায় সালনা কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ ট্রাকচালকের সহকারীকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। অন্য ট্রাকটিও পালিয়ে যায়।
সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।