ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
স্ত্রী মামলা করায় অভিমানে স্বামীর আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

স্ত্রী মামলা করায় অভিমানে স্বামীর আত্মহত্যা ।     নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী। এতে অভিমান করে পৃথিবী ছেড়েই চলে গেলেন স্বামী মো. মোরশেদ আলম (২৫)। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কবিরাজ বাড়িতে এই ঘটনা ঘটে। বুধবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মোরশেদ আলম উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাড়ির মোবারক হোসেনের ছেলে এবং দুই কন্যা সন্তানের জনক।

স্থানীয় বাসিন্দা জসিম জানান, মোরশেদ পারিবারিক জীবনে দুই সন্তানের জনক। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। গত কিছু দিন আগে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তার বিরুদ্ধে ৮নং সোনাপুর ইউনিয়ন পরিষদে মামলা করে। এতে অভিমানে সে পরিবারের সদস্যদের অগোচরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোনাইমুড়ী থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *