ঢাকা, রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় আরও ১০ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত দুই ও উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। মোট মারা যাওয়া ১০ জনের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালেরই রয়েছেন সাতজন।

সাতক্ষীরা মেডিক্যালে করোনা উপসর্গে মৃতরা হলেন- কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহর আলীর ছেলে নেছার আলী (৬৫), আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী হাফিজা খাতুন (৪২), তালা উপজেলার বালিয়াদহা গ্রামের মাহবুবর রহমানের স্ত্রী ফেরদৌসি খাতুন (৪৫), সাতক্ষীরা পৌর শহরের ইঠাগাছা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে আশরাফ উদ্দীন (৭০), কালিগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মৃত মহিদুল্লাহর স্ত্রী হাফিজা খাতুন (৭৫) এবং একই উপজেলার রতনপুর গ্রামের ইসমাইল গাজীর ছেলে আব্দুস সালাম গাজী (৫০)। এছাড়া হাসপাতালটিতে করোনা আক্রান্ত হয়ে একই গ্রামের শহিদুল ইসলাম এর স্ত্রী শাহানারা খাতুন (৪৭) মারা যান। এছাড়া বেসরকারি হাসপাতালে উপসর্গে দুইজন এবং করোনা আক্রান্ত একজনকে খুলনা নেওয়ার পর মারা যান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে এসব রোগী ১৮ থেকে ২৭ জুনের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ২৯ জুন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০ জন। অন্তত ৩৪০ জনের মৃত্যু হয়েছে উপসর্গে।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ও জেলা করোনাবিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই করোনা আক্রান্ত রোগীসহ আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে ৫০ জন নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ০৮ শতাংশ।

তিনি আরও বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত হয়েছে তিন হাজার ৩৭১ জন। দুই হাজার ৪৮৫ জন সুস্থ হয়েছেন। জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৭০ জন। অন্তত ৩৪০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ৮১৬ জন। এর মধ্যে ৪২ জন হাসপাতালে ভর্তি আছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৭৭৪ জন। উপসর্গ নিয়ে ৩৯৭ জন হাসপাতালে ভর্তি আছেন।

x