ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
খুলনা বিভাগে একদিনে ২৭ মৃত্যু, শনাক্ত ১২৭৭
অনলাইন ডেস্ক

খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও এক হাজার ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সর্বোচ্চ ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় সাত জন, যশোরে তিন জন, মেহেরপুরে তিন জন, ঝিনাইদহ ও সাতক্ষীরায় দুই জন ও চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।

সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৫৬ হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন এক হাজার ৭০ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৪০১ জন।

x