নভেল করোনাভাইরাস প্রতিরোধে দেশে যুক্তরাষ্ট্রেi মডার্নার টিকাকে জরুরী প্রয়োগের জন্য অনুমোদন দিয়েছে সরকার। আজ মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জরুরী ভিত্তিতে প্রয়োগের জন্য দেশে এ পর্যন্ত মোট আটটি টিকার অনুমোদন দেয়া হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে উত্পাদিত করোনা প্রতিরোধের টিকা মডার্না এমআরএনএ-১২৭৩ টিকা দেশে জরুরী প্রয়োগের জন্য অনুমোদন দেয়া হয়। স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য-২ এর উপসচিবের আবেদনের প্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়। এ টিকার স্থানীয় এজেন্ট স্বাস্থ্য সেবা বিভাগ। এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) ১৮ বা তদুর্ব্ধ বয়সের ব্যক্তির শরীরে প্রয়োগের জন্য টিকাটির অনুমোদন দেয়। সরকারের করোনার টিকা প্রয়োগের পরিকল্পনা অনুযায়ী এ টিকা প্রয়োগ করা হবে।
প্রথম ডোজ প্রয়োগের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হবে। টিকাটি প্রয়োগের আগে ৩০ দিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। মাত্র ১২ ঘণ্টা সংরক্ষণ করা যাবে ৮ থেকে ২৫ ডিগ্রি তাপমাত্রায়।
এর আগে ঔষধ প্রশাসন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, রাশিয়ার স্পুতনিক-৫, ফাইজার-বায়ো এনটেক, জনসন অ্যান্ড জনসন এবং সুইডেনে উত্পাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকাকে অনুমোদন দেয়।