ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
নিরাপত্তা চেয়ে ‘অবৈধ’ নিয়োগ প্রাপ্তদের বিরুদ্ধে রাবি প্রশাসনের জিডি
ভাস্কর সরকার (রা.বি):

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক নিয়মশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং উপাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের জীবন রক্ষার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের কয়েকজনের নাম উল্লেখ করে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমারের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবদুস সালাম আজ (২৮ জুন) সোমবার সন্ধ্যার আগে এই জিডি করেন।

রাজশাহী মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা এ বিষয়ে তদন্ত করে দেখবেন।

এর আগে গত বুধবার মহানগর পুলিশ কমিশনারের কাছে বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য লিখিত আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর কয়েক দিনের মধ্যেই জিডি করল প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম জানান, দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহা রেজিস্ট্রারের কাছে পত্রটি পাঠিয়েছিলেন। উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জিডি করা হয়েছে। এটি প্রক্টরের মাধ্যমে মতিহার থানায় প্রদান করা হয়েছে।

One response to “নিরাপত্তা চেয়ে ‘অবৈধ’ নিয়োগ প্রাপ্তদের বিরুদ্ধে রাবি প্রশাসনের জিডি”

  1. DEHN says:

    … [Trackback]

    […] Read More on on that Topic: doinikdak.com/news/30332 […]

Leave a Reply

Your email address will not be published.

x