ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
রংপুরে পানি নিষ্কাশনের তৈরি কুয়ায় শিশুসহ ২ মরদেহ উদ্ধার
হীমেল মিত্র অপু

নলকূপের পানি নিষ্কাশনের জন্য তৈরি কুয়ায় পড়ে নিহত শিশুসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ (২৫ জুন) শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহত শিশু মিলন (২৪) জয়পুর এলাকার আজহার আলীর ছেলে ও জিম (৮) একই এলাকার আব্দুল হালিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আব্দুল হালিম নলকূপের পানি নিষ্কাশনের জন্য ১৫ ফিট গভীরতার একটি পাটের কুয়া তৈরি করেন। সেই অরক্ষিত কুয়ায় তার ছেলে জিম(৮) পড়ে যায়। তাকে কুয়া থেকে তোলার জন্য এগিয়ে আসে মিলন নামে এক প্রতিবেশী যুবক। সে কুয়ার ভিতরে মই দিয়ে জিমকে তোলার সময় মই ভেঙে নিজেও কুয়ায় পড়ে যায়। পরে এলাকার লোকজন তাদের তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছার আগেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসেরর দলটি তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকার সর্বস্থরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, নলকূপের পানি নিষ্কাশনের একটি কুয়ায় শিশুটি পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে এক যুবক কুয়ায় পড়ে গেলে ২ জনেরই মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published.

x