ঢাকা, শনিবার ১০ জুন ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন
রূপগঞ্জে মাদক বিরোধী র‍্যালী অনুষ্ঠিত
রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাট ও বস্তু মন্ত্রী  গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি`র  নির্দেশনায়   মাদক বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  ও কায়েতপাড়া ইউনিয়ন  পরিষদের  চেয়ারম্যান  পদ প্রার্থী আলহাজ্ব জাহেদ আলীর নেতৃত্বে উপজেলার  চনপাড়া  শেখ রাসেল নগরে   এ মাদক বিরোধী  মিছিল অনুষ্ঠিত  হয়েছে ।

এ সময় উপস্থিত  ছিলেন  কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা  শ্রী  রবি  রায় , চনপড়া শেখ রাসেল আওয়ামীলীগ নেতা,  লোকমান ভান্ডারী,  ইব্রাহিম মোল্লা, চনপাড়া  শেখ রাসেল নগর   মহিলালীগ সভাপতি নাজমা খান , যুবলীগ  নেতা,  শফিকুল ইসলাম, চনপাড়া শেখ রাসেল  নগর  বাস্তবায়ন পরিষদের  আহবায়ক নুর আলম মুন, ,আনোয়ার হোসেন, আবিদ হাসান চান মিয়া,সেচ্ছাসেকলীগ নেতা জয়নাল, রাজা মিয়া,  শাহীন,চনপাড়া শেখ রাসেল  নগর  ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন

One response to “রূপগঞ্জে মাদক বিরোধী র‍্যালী অনুষ্ঠিত”

  1. … [Trackback]

    […] Here you can find 48096 additional Info on that Topic: doinikdak.com/news/29285 […]

Leave a Reply

Your email address will not be published.

x