ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী হত্যার চেষ্টাকারীদের বিষদাঁত উপড়ে ফেলা হবে-মাহবুবুল আলম হানিফ
এম শামীম আহম্মেদ, কুমিল্লা

আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্ঠাকারীদের বিষদাঁত উপড়ে ফেলা হবে। ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি বেঁচে আছেন, আমাদের প্রানের নেত্রীকে হত্যার চেষ্টাকারীদেরকে তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীরাই প্রতিহত করে দেবে।

২০০১ সালের পর বিএনপি জামায়াত সরকারের আমলে আওয়ামীলীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগরে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ দেশে এখন সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বিশ্বে  বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামেই চিনে। আমাদের নেত্রী বাংলাদেশকে তলা বিহিন জুড়ী থেকে আলোকিত বাংলাদেশে রূপান্তর করেছে। আসছে ইউপি নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিস্কার করার হুশিয়ারি দিয়ে হানিফ বলেন, দল ভারী করার জন্য জামায়াতের কোন প্রেতাত্তাকে দলে স্থান দেয়া যাবে না, বঙ্গবন্ধুর খুনীদের কোন স্বজনদেরকেও দলের ভেতরে স্থান দেয়া যাবে না।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর,কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অব) সুবীদ আলী ভূইয়া, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আ্যরমা দত্ত। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. প্রান গোপাল দত্ত, সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনসহ দলের অংগ সংগঠনের নেতাকর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published.

x