ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি
অনলাইন ডেস্ক

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো।’

এসময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত করা যাবে না। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ইউএনও।

প্রসঙ্গত, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন রোকেয়া বেগমের বাসায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩টায় বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ। এরপর একই স্থানে বিকেল ৩টায় পাল্টা সমাবেশ ডাকে কাদের মির্জার অনুসারী উপজেলা ছাত্রলীগ। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

One response to “নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি”

  1. … [Trackback]

    […] There you will find 80091 more Info on that Topic: doinikdak.com/news/28843 […]

Leave a Reply

Your email address will not be published.

x