ঢাকা, শনিবার ১০ জুন ২০২৩, ০৪:১১ পূর্বাহ্ন
রাজধানীতে ধর্ষণের ঘটনায় দুই সহকর্মীসহ গ্রেফতার ৩
অনলাইন ডেস্ক

ঢাকার সাভারে এক নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই সহকর্মীসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুন) রাতে সাভারের জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জয়নাবাড়ী এলাকার লিয়াকত আলীর বাড়ির ভাড়াটিয়া অমিত হাসান (২২), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দেলুয়া মধ্যপাড়া গ্রামের শামীম হোসেনের ছেলে তারেক রহমান (২১) নড়াইল জেলার সদর থানার এলাকার কালিয়া গ্রামের মো. ফিরোজ কাজীর ছেলে মো. রাব্বি (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী শ্রমিকের সঙ্গে তারেক রহমান ও রাব্বি একই কারখানায় চাকরি করতেন। পরিচয়ের সূত্র ধরে মঙ্গলবার (২২ জুন) রাত ৮টার দিকে কারখানা ছুটি শেষে তারা একসঙ্গে বাসায় ফিরছিলেন। জয়নাবাড়ি পশ্চিমপাড়া এলাকার চারুতা ফার্নিচারের গলিতে পৌঁছালে তাকে জোর করে ভাড়া বাসায় নিয়ে তারেক ও রাব্বি। ভয়ভীতি দেখিয়ে প্রথমে তারেক ওই নারীকে ধর্ষণ করেন। রাব্বি ঘরের সামনে পাহারা দেন। পরবর্তীতে তাদের সহযোগিতায় অমিত হাসান নামে আরও এক যুবক ওই নারীকে ধর্ষণ করে।

এ ঘটনায় পরদিন বুধবার ভুক্তভোগী নারী শ্রমিকের পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক তিন যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

x