হবিগঞ্জের লাখাইয়ে আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজট । যাত্রীদের দূরভোগ শিরোনামে দৈনিকডাক সহ বিভিন্ন অনলাইন হবিগঞ্জের স্হানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর লাখাই উপজেলা প্রশাসন বুধবার ২৩ জুন দুপুরে উপজেলার বুল্লা বাজার ব্রিজের উপর বাস, সিএনজি ও অটোরিকশা দাঁড়িয়ে থাকার কারণে সৃষ্ট যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে । এসময় ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা ঢাকা-হবিগঞ্জ-লাখাইগামী বাসের চালককে রাস্তায় বাস দাঁড় করিয়ে যানজট ও গণউপদ্রব সৃষ্টি করায় জরিমানা করা হয়। তাছাড়া ব্রিজের পাশে রাস্তায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় একেই দিনে বুল্লা বাজারে কয়েকটি দোকানে কারেন্ট জালের খোঁজে তল্লাশি চালানো হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লসি কান্ত হাজং ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ ইয়াছিন আরাফাত রানা মোবাইল কোট পরিচালনা কালে সহযোগিতা করেন লাখাই থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।